ওরা খুব ভাল আছে: শিক্ষার্থীদের ব্যাপারে চবি উপাচার্য

আবাসিক হল পরিদর্শনের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেছেন, ‘ওরা (শিক্ষার্থীরা) খুব ভাল আছে। এখানে খারাপ কিছু নাই। টর্চার সেলও নাই এখানে।’ এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর শিক্ষার্থীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য চারটি আবাসিক হল পরিদর্শন করেন তিনি।

- Advertisement -

শনিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে শুরু করে শামসুন নাহার হল, শহীদ আব্দুর রব হল ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল পরিদর্শন করা হয়।

- Advertisement -google news follower

এসময় রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, আমরা আমাদের ছাত্রছাত্রীদের সুযোগ- সুবিধা, অসুবিধা, তারা কেমন আছে এগুলো দেখতে এসেছি। এটি কোনো অভিযান নয়। ভবিষ্যতে যেন তারা নিরাপদে থাকে সেজন্য আমরা তাদের দেখতে এসেছি। হলগুলো পরিদর্শনের কারণে সব জায়গায় গুণগত পরিবর্তন আসবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কোনো তৎপরতা নাই। এখানে প্রতিক্রিয়াশীল কেউ নাই।

- Advertisement -islamibank

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, প্রক্টরিয়াল বডি ও প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/নবাব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM