পটিয়ায় আগুনে ছয় বসতঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
রোববার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন মো. সেলিম, বদিউল আলম, মো. বাবুল, আব্দুল আলিম, শাহ আলম ও মো. রফিক।
জানা যায়, উপজেলার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় সামশুল আলম সওদাগরের বাড়িতে
বৈদ্যুতিক শট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়।
পটিয়া ফায়ার সার্ভিস ও রাজাখালি লামার বাজারের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌণে একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া জয়নিউজকে বলেন, সকাল সাতটার দিকে খবর পেয়ে পটিয়া ও রাজাখালি লামার বাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যৌথ কাজ করে পৌণে একঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট হতে আগুনের সূত্রপাত হয়েছে। এসময় আগুনে পাঁচটি কাঁচাঘর ও একটি সেমিপাকা ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাত লাখ টাকার মতো হবে বলে জানান তিনি।