১২ স্কুল-কলেজের উন্নয়নে চসিকের বিশেষ প্রকল্প

চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহায়তায় অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা নেয়া হয়েছে।

- Advertisement -

শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ, পাথরঘাটা মেনকা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, কৃষ্ণকুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, কুসুম কুমারী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, গুল-এ-জার বেগম সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, আলকরণ সুলতান আহম্মদ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, বলুয়ার দিঘি সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, লামাবাজার সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব বাকলিয়া সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়, অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় এবং চর চাক্তাই সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।

- Advertisement -google news follower

এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে অত্যাধুনিক শ্রেণি কক্ষ, শিক্ষার্থীদের সুপরিসর কমন রুম, মাল্টিমিডিয়া ক্লাস রুম, শিক্ষকদের স্বতন্ত্র কক্ষসহ নানাবিধ সুযোগ-সুবিধার ব্যবস্থা থাকবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষ সংকট নিরসন ও আসন সংখ্যা বৃদ্ধি পাবে। প্রতিটি ভবন ৬ তলা বিশিষ্ট।

- Advertisement -islamibank

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে চসিক সম্মেলন কক্ষে সিটি করপোরেশন কায়সার নিলুফার কলেজ পরিচালনা পর্ষদের  এক সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এসব তথ্য জানান।

সভাপতির বক্তব্যে সিটি মেয়র বলেন, শিক্ষা অতীত সংস্কৃতির বাহক, বর্তমান সভ্যতার পৃষ্ঠপোষক এবং ভবিষ্যৎ প্রগতির ধারক। মানুষের ভিতরে যে সুপ্ত প্রতিভা, সম্ভাবনা লুকিয়ে থাকে তা শক্তিতে রূপান্তরের মাধ্যম হচ্ছে শিক্ষা। বহুকাল পূর্ব থেকে এ শিক্ষা ব্যবস্থা চলমান ছিল। বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশন দুই কলেজে অনার্স কোর্সসহ মোট ৮টি ডিগ্রি কলেজ, ১৩টি উচ্চ মাধ্যমিক কলেজ, ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি কিন্ডারগার্টেন, ২টি প্রাথমিক বিদ্যালয়, ১টি কম্পিউটার ইনস্টিটিউট পরিচালনা করছে।

এ প্রসঙ্গে মেয়র বলেন, শুধুমাত্র এ শিক্ষা খাতে বছরে ৪৩ কোটি টাকা ভর্তুকি দিয়ে যাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এটা সিটি করপোরেশনের মূল দায়িত্ব নয়, তারপরও নগরবাসীর চাহিদা পূরণের জন্য চসিক এই গুরুদায়িত্ব পালন করে যাচ্ছে। চসিক পরিচালিত এসব শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৭০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত।

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশন কায়সার নিলুফার কলেজের একাডেমিক স্বীকৃতি অর্জিত হওয়ায় কলেজ পর্ষদের সদস্যবৃন্দ মেয়রকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সভায় করপোরেশনের কলেজগুলোর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ২০নং দেওয়ানবাজার ওয়ার্ডের সাবেক কমিশনার আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, সচিব মো. আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমেদ, নবাগত প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, কায়সার নিলুফার কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর মেয়র আ জ ম নাছির উদ্দীন কদম মোবারক এম ওয়াই উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাথে এক বৈঠকে মিলিত হন। এ সময় স্কুলের প্রধান শিক্ষক মো. আবু জহুর, শিক্ষক প্রতিনিধি সাহেদা বেগম, জাহাঙ্গীর আলম, অভিভাবক প্রতিনিধি মৃনাল বাড়ৈ, পলি মল্লিক ও মহিলা অভিভাবক প্রতিনিধি মুক্তি রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/জেডএইচ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM