নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে লক্ষ্মীপুরের রামগতি ও রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এসময় তাদের কাছ থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
রোববার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে সোমবার দুপুর পর্যন্ত নদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও পাঁচ জেলেকে অর্থদণ্ড দেওয়া হয়।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সফিকুর রিদোয়ান আরমান শাকিল ও সুচিত্র রঞ্জন দাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা এইচএম মহিবউল্যা জয়নিউজকে বলেন, নিষেধাজ্ঞার সময় মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ১২ জেলেকে আটক করে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদণ্ডে দণ্ডিত করেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিদিন নদীতে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরমান শাকিল জয়নিউজকে জানান, ৩১ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীর একশত কিলোমিটার এলাকায় মাছ শিকার, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ অথবা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এ আইন আমান্য করলে ১ থেকে ২ বছরের জেল অথবা জরিমানা এবং উভয়দণ্ডের বিধান রয়েছে।