কধুরখীল ইউপি নির্বাচনে নৌকা প্রতীক জয়ী

দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত বোয়ালখালীর কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী শফিউল আজম শেফু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কধুরখীল ইউপি নির্বাচনে নৌকা প্রতীক জয়ী | IMG 0807

- Advertisement -

তিনি নৌকা প্রতীকে ৪ হাজার ৫৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী আবু জাফর মোহাম্মদ মুছা মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭৫৬ ভোট।

- Advertisement -google news follower

সোমবার (১৪ অক্টোবর) কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯টি কেন্দ্রের ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানান রিটার্নিংঅফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরুল ইসলাম।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, মহিলা সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সদস্য পদে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

- Advertisement -islamibank

দীর্ঘ ১৭ বছর পর কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে সকাল ৯টা থেকে ইউনিয়নের ৯টি কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। ১ জন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। এছাড়াও ২ প্লাটুন বিজিবি, ২ প্লাটুন র্যা ব সদস্য, ১৩৮ জন পুলিশ ও ১২৬ জন আনসার সদস্য নির্বাচনে দায়িত্ব পালন করেন।

কধুরখীল ইউপি নির্বাচনে নৌকা প্রতীক জয়ী | IMG 0814

দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রায় প্রতিটি কেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইন ছিল চোখে পড়ার মতো। কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে ভোট দিতে আসা ৮৫ বছরের বৃদ্ধা সালেহা বেগম জানান, খুব সুন্দর পরিবেশে পছন্দের প্রার্থীকে এবার ভোট দিতে পেরে আনন্দ হচ্ছে।

একাধিক প্রিজাইডিং অফিসার জানান, সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি নির্বাচনি ব্যবস্থায় ভোটারদের আস্থার প্রতিফলন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় এবারের কধুরখীল ইউনিয়ন পরিষদ নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে জানান কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা রফিকুল ইসলাম।

 

তিনি বলেন, কোনো সমস্যা হয়নি। নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।

জয়নিউজ/শাহীনুর/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM