চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সেন্টার ফর রিভার, হারবার এন্ড ল্যান্ড-স্লাইড রিসার্চ (সিআরএইচএলএসআর)-এর উদ্যোগে গবেষণা পদ্ধতি (ওয়ার্কশপ অন রিসার্চ মেথডোলজি) শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) পুরকৌশল বিভাগের সেমিনার কক্ষে কর্মশালার উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল আলম। এতে সভাপতিত্ব করেন।
কর্মশালায় পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক ইনট্রোডাকশন টু রিসার্চ ডিজাইন বিষয়ে এবং লিটারেচার রিভিউ টেকনিকস বিষয়ে অধ্যাপক ড. জিএম সাদিকুল ইসলাম ও রেফারিংটুলস বিষয়ে সহকারী অধ্যাপক ড. মো. আফতাবুর রহমান প্রবন্ধ উপস্থাপন করেন।
পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
জয়নিউজ/এডি/জেডএইচ