যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে হারিকেন ফ্লোরেন্স। আজ বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ক্যারোলাইনা উপকূলে আঘাত হানবে শক্তিশালী ঘূর্ণিঝড়টি। আবহাওয়াবিদরা বলছেন,এমন অদ্ভুত বৈশিষ্ট্যের ঘুর্ণিঝড় আগে কখনো দেখেননি তারা। আয়তনে এটি ফ্লোরিডা এবং ক্যারোলিনা শহর থেকে বড়। এর আঘাতে ক্ষতিগ্রস্ত হতে পারে ১০ হাজার ঘরবাড়ি।
গভর্নর রয় কুপার বাসিন্দাদের সর্তক করে বলেন, ক্যারোলিনাবাসীকে নিরাপদ জায়গায় সরে যেতে হবে।
এদিকে ফ্লোরেন্স ক্যাটাগরি-৪ থেকে ক্যাটাগরি-৩ এ নেমে এসেছে। এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৭০ কি.মি.। কিন্তু এখনো এটি প্রচণ্ড শক্তিশালী।
আর্ন্তজাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, এরইমধ্যে দক্ষিণ ক্যারোলিনা, উত্তর ক্যারোলিনা ও ভার্জিনিয়া থেকে ১৭ লাখ মানুষকে সরে যেতে বলা হয়েছে এবং এ কার্যক্রম গতিশীল করতে দক্ষিণ ক্যারোলিনার মোটরওয়েগুলোতে একমুখী যান চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) ফ্লোরেন্সের প্রভাবে ফ্লোরিডা উপকূলে ২৫ মিটার উঁচু ঢেউ আছড়ে পড়েছে।
টুইটারে একটি ভিডিও পোস্ট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ঝড়টি খুবই বিপদজনক, সবাই নিরাপদে থাকবেন ।
ঝড়ের কারণে ক্যারোলিনা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি ও জর্জিয়াতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
জয়নিউজ/এডি