চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় গত বছর ১৯ ওয়ার্ড ৯হাজার ৩০০জনকে শিক্ষা, ব্যবসা, দক্ষতা বৃদ্ধিতে অনুদান দিয়েছে। এ বছর প্রায় ৫ হাজার জনকে সর্বমোট ৪ কোটি টাকা অনুদান দেওয়া। সেইসঙ্গে ভৌত অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের আওতায় নগরে ৪০৫টি সিডিসি ক্লাস্টার কাজ করছে। এর মাধ্যমে নগরের ১ লাখ ৫ হাজার পরিবারের মাঝে নানামুখী সুবিধা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ৮নং শুলকবহর ওয়ার্ড তুলাতলী চারুকলা বিদ্যাপীঠ প্রাঙ্গণে “প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন” শীর্ষক প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।
এসময় সিটি মেয়র আরো বলেন, এই কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে ৬ কি.মি সংযোগ সড়ক, ৪১ ওয়ার্ডে ৩১টি নলকূপ স্থাপন, ৫৭০টি টুইন পিট ল্যাট্রিন,১৪ টি কমিউনিটি ল্যাট্রিন,১৯ টি গোসলখানা নির্মাণ করা হবে। তাছাড়া এই কার্যক্রমের আওতায় আগামী ৩ বছর পর্যন্ত ১০ হাজার গর্ভবতী মাকে স্বাস্থ্যসম্মত খাবার প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্যানেল মেয়র ড নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর মোরশেদুল আলম, উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো ইকবাল চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসিসহ প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, বাংলাদেশ সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইউএনডিপি, ইউকে এইড’র আর্থিক সহায়তায় নগরে প্রান্তিক জনগোষ্ঠীর ভৌত অবকাঠামো উন্নয়নে “প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
জয়নিউজ/পার্থ/পিডি