ভৌত অবকাঠামো উন্নয়নের সুফল পাবে লক্ষাধিক পরিবার: মেয়র নাছির

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় গত বছর ১৯ ওয়ার্ড ৯হাজার ৩০০জনকে শিক্ষা, ব্যবসা, দক্ষতা বৃদ্ধিতে অনুদান দিয়েছে। এ বছর প্রায় ৫ হাজার জনকে সর্বমোট ৪ কোটি টাকা অনুদান দেওয়া। সেইসঙ্গে ভৌত অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের আওতায় নগরে ৪০৫টি সিডিসি ক্লাস্টার কাজ করছে। এর মাধ্যমে নগরের ১ লাখ ৫ হাজার পরিবারের মাঝে নানামুখী সুবিধা প্রদান করা হবে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ৮নং শুলকবহর ওয়ার্ড তুলাতলী চারুকলা বিদ্যাপীঠ প্রাঙ্গণে “প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন” শীর্ষক প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র।

- Advertisement -google news follower

এসময় সিটি মেয়র আরো বলেন, এই কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে ৬ কি.মি সংযোগ সড়ক, ৪১ ওয়ার্ডে ৩১টি নলকূপ স্থাপন, ৫৭০টি টুইন পিট ল্যাট্রিন,১৪ টি কমিউনিটি ল্যাট্রিন,১৯ টি গোসলখানা নির্মাণ করা হবে। তাছাড়া এই কার্যক্রমের আওতায় আগামী ৩ বছর পর্যন্ত  ১০ হাজার গর্ভবতী মাকে স্বাস্থ্যসম্মত খাবার প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্যানেল মেয়র ড নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর মোরশেদুল আলম, উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো ইকবাল চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসিসহ প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, বাংলাদেশ সরকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ইউএনডিপি, ইউকে এইড’র আর্থিক সহায়তায় নগরে প্রান্তিক জনগোষ্ঠীর ভৌত অবকাঠামো উন্নয়নে “প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ” শীর্ষক প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

জয়নিউজ/পার্থ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM