মহাশূন্যে প্রথম পায়চারী করলেন ক্রিস্টিনা ও জেসিকা

মহাশূন্যে প্রথম ইতিহাস গড়ল ক্রিস্টিনা কোচ এবং জেসিকা মির নামে দুই নারী নভোচারীর দল।

- Advertisement -

শুক্রবার (১৮ অক্টোবর) দুজনই নারী-প্রথমবারের মতো পুরুষবিহীন দলের সদস্য হিসেবে মহাশূন্যে হেঁটেছেন।

- Advertisement -google news follower

আন্তর্জাতিক মহাশূন্য কেন্দ্র (আইএসএস) থেকে বের হয়ে তারা সাড়ে পাঁচ ঘণ্টার পায়চারী (স্পেসওয়াক) সারেন।

অকেজো হয়ে পড়া একটি বিদ্যুৎ নিয়ন্ত্রণ ইউনিট বদলানোর কাজ সারতেই তাদের এ পদচারণা ছিল বলে জানা গেছে। নাসা একে ‘ঐতিহাসিক পদচারণা’ বলে অভিহিত করেছে।

- Advertisement -islamibank

নাসা জানিয়েছে, শুক্রবারের পদচারণা ৪৩তম যেখানে নারীর অংশগ্রহণ ছিল। কিন্তু পুরুষবিহীন পদচারণা এই প্রথম। কোচ আগেও মহাশূন্যে হেঁটেছেন। ১৫তম নারী হিসেবে নভোচারী হিসেবে মির হাঁটলেন এই প্রথম।’

শুধুই নারী নভোচারীদের মহাশূন্যে পদচারণার পরিকল্পনা আরও সাত মাস আগের। কিন্তু শুধু মহাশূন্যে ব্যবহার উপযোগী পোশাকের (স্পেসসুট) অভাব ছিল বলে তা বাস্তবায়ন হয়নি। আইএসএসে এমন পোশাক মাত্র একটি ছিল। চলতি মাসেই দ্বিতীয় পোশাকটি পাঠানো হয়।

জয়নিউজ/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM