রাউজান উত্তর গুজরা জাগৃতি সংঘের উদ্যোগে সেনবাড়ী রাধামাধব স্মৃতি দুর্গামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বিজয়া অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উত্তর গুজরা সেনবাড়ী জাগৃতি সংঘের সভাপতি দীপক সেন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক অনুপ সেন। সুজিত সেন (চুঙ্কুলু) সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- মিলন সেন, সুকুমার সেন, বিকাশ সেন, অরুন সেন, মানিক সেন, রাস বিহারী সেন, পঙ্কজ সেন, দোলন সেন, কৈলাশ বিহারী সেন, লিটন সেন, প্রকৌ. সুমন সেন ও যীশু সেন।
বক্তারা বলেন, বিজয়া অর্থ মনুষ্যত্ব অর্জন। শান্তি, সোম্য, সৌভ্রাতৃত্ব ও সহমর্মিতা সকল ধর্মের মূল বিষয়। সংকীর্ণতা, স্বার্থপরতা, অসাধুতা ও সাম্প্রদায়িকতার উর্ধ্বে উঠে সকল শুভশক্তির মিলন হোক বিজয়া সম্মেলনের মূলমন্ত্র।
আলোচনা সভা শেষে রাউজান সাহিত্য পরিষদের সাংস্কৃতিক সম্পাদক যীশু সেনের সঞ্চালনায় শুরু হয় গীতি আলেখ্য ‘প্রতিমার মাঝে প্রতি-মা বিরাজে সঙ্গীতাঞ্জলি।
সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সুমন সেন, পূজা সেন, সনাতন দাশ, নিশা চক্রবর্তী, মো. শামীম। নৃত্য পরিবেশন করেন প্রান্তি সেন, অনি সেন, জ্যোতি সেন, অংকিতা সেন ও তূর্ণা সেন।
জয়নিউজ/পার্থ/পিডি