কক্সবাজারে জাতীয় সড়ক দিবস উপলক্ষে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে স্থানীয় প্রশাসন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবার মাঝে দায়িত্ববোধ জাগ্রত করতে হবে।
এতে উপস্থিত ছিলেন নিসচা কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা সাবেক মহিলা সংসদ সদস্য খোরশেদ আরা হক, সভাপতি জসিম উদ্দিন কিশোর, সিনিয়র সহসভাপতি মোয়াজ্জেম হোসাইন সাকিল, আমিরুল ইসলাম দুলু ও বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক উথাইনো চৌধুরী।
এসময় জাতীয় নিরাপদ সড়কের কর্মসূচি সফল করায় সবাইকে ধন্যবাদ জানান নিসচা’র কক্সবাজার জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন কিশোর।