ক্রিকেটারদের মাঠে ফেরাতে মাশরাফিকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের চলমান সমস্যা সমাধানে ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রীর দপ্তরে ডাকা হয় মাশরাফিকে। সেখানে মাশরাফির কাছে ক্রিকেটের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। এরপর ক্রিকেটারদের মাঠে ফেরাতে মাশরাফিকে কাজ করার জন্য বার্তা দেন তিনি।

- Advertisement -google news follower

বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

এর আগে সোমবার সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবি তুলে ধরেন বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও সেখানে দেখা যায়নি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজাকে। পরে নিজের ফেসবুক পাতায় তিনি জানান, এ ব্যাপারে তাকে কেউ জানাননি। তবে ক্রিকেটারদের দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি।

- Advertisement -islamibank

এদিকে মঙ্গলবার এক জরুরি সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের কঠোর সমালোচনা করেন। তাদের এ আন্দোলনকে একটি চক্রান্তের অংশ বলে আখ্যা দেন তিনি।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM