নর্দার্ন আয়ারল্যান্ডে সূচনা হয়েছে এক নতুন অধ্যায়ের। সোমবার (২১ অক্টোবর) রাত ১২টার পর থেকেই নতুন এ অধ্যায় শুরু হয়। ব্রিটেনের বাকি অংশের আইনের সঙ্গে মিল রেখে গর্ভপাতকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে দেশের এই অংশেও।
এর আগে নর্দার্ন আয়ারল্যান্ডে গর্ভপাত নিষিদ্ধ ছিল। শুধু মায়ের প্রাণসঙ্কট বা তাঁর ঘোর মানসিক সঙ্কটের (যেমন ধর্ষিতার ক্ষেত্রে) শঙ্কা থাকলে গর্ভপাতের সম্মতি পাওয়া যেত।
১৯৬৭ সাল থেকে ব্রিটেনের বাকি তিন অংশে (ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড) যে গর্ভপাত আইন চালু রয়েছে তা যথেষ্ট শিথিল। তবে নর্দার্ন আয়ারল্যান্ড এতদিন সেই আইনের আওতায় ছিল না। তাই কোনো কারণে গর্ভপাতের প্রয়োজন হলে নর্দার্ন আয়ারল্যান্ডের নারীদের অন্য দেশে যেতে হতো।
এদিকে গর্ভপাতকে আইনি বৈধতা দেওয়ায় বেশ খুশি দেশটির বেশিরভাগ নারী। নতুন আইনে গর্ভধারণের ১২ সপ্তাহ পর্যন্ত কোনো কারণ না দেখিয়েই গর্ভপাত করা যাবে।
প্রসঙ্গত, ২০১২ সালে গর্ভপাত করাতে না পেরে মারা যান ভারতীয় বংশোদ্ভূত দন্তচিকিৎসক সবিতা হলপ্পানভর।
জয়নিউজ