রাজস্থলীর ঘিলাছড়ি মৌজার হেডম্যান ও সাবেক চেয়ারম্যান দীপময় তালুকদারকে (৪৫) অপহরণের একদিন পর তার লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মঙ্গলবার সকালে এশিয়া যোগাযোগ ব্যবস্থা রাস্তায় ঠিকাদারী কাজ পরিদর্শনে যাচ্ছিলেন।
চারজনের একটি দল পরিদর্শনের পর ফিরে আসার পথে পাহাড়ি সন্ত্রাসীরা রাজস্থলী হতে নাড়াইছড়ি ও হলুদিয়া যাওয়ার পথে জিরোমাইল এলাকা থেকে তাদেরকে অস্ত্রের মুখে অপহরণ করে। পরে বাকী তিনজনকে ছেড়ে দিলেও দীপময় তালুকদার হেডম্যানকে অস্ত্রের মুখে জঙ্গলে নিয়ে চলে যান।
একইদিনে বিকাল সাড়ে ৩টার দিকে একটি গুলির শব্দ পান স্থানীয়রা। পরেরদিন বুধবার সকালে স্থানীয়রা মৃত্যু সংবাদ নিশ্চিত করে রাজস্থলী থানা পুলিশের সহযোগিতায় তার লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
পরে লাশের ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফজল আহমদ খান ঘটনার সত্যতার স্বীকার করেন।