গুজব ও সাম্প্রদায়িক উস্কানিদাতাদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (উত্তর) বিজয় বসাক।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৮টায় নগরের পাঁচলাইশ থানার শোলকবহর ভড়াপুকুর এলাকায় এক সভায় তিনি এ হুঁশিয়ারি প্রদান করেন।
আগামী শনিবার (২৬ অক্টোবর) নগরের জিইসি কনভেনশন সেন্টারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও সমাবেশ সফল করার জন্য ৫৩নং বিট এ সভার আয়োজন করে।
এতে বিজয় বসাক বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও সাম্প্রদায়িক উস্কানির ব্যাপারে পুলিশ জিরো টলারেন্সনীতি অনুসরণ করে। সমাজে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। এ জন্য জনগণকে সচেতন হতে হবে। পুলিশকে সহযোগিতা করতে হবে। পুলিশ-জনতা একযোগে কাজ করলে সমাজের অনেক অসঙ্গতি দূর হয়ে যাবে।
নগরের জিইসি কনভেনশন সেন্টারে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালি ও সমাবেশ সফল করার জন্য সকলকে আহ্বান জানান তিনি।
জসিমুল আনোয়ার খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া ও পাঁচলাইশ থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব আবু সায়ীদ সেলিম। সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বক্তব্য রাখেন।
জয়নিউজ/এসআই