এখন শান্তির জনপদ রাউজান: ফজলে করিম

রাউজান উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার কাজে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশের সদস্যরাও ভূমিকা রেখে আসছে। জ্ঞানী-গুণীদের জন্মভূমি রাউজান এক সময়ে সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিত ছিল। তা এখন সন্ত্রাসের জনপদ নয়, এখন শান্তির জনপদ হিসাবে পরিচিত হয়ে উঠেছে।

- Advertisement -

কমিউনিটি পুলিশিং দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার একেএম ফজলুল কবির চৌধুরী অডিটেরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশিং কমিটির কর্মকাণ্ডকে আরো জোরদার করে শান্তির জনপদে মাদকব্যবসায়ী, মাদকসেবী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে।

- Advertisement -islamibank

এখন শান্তির জনপদ রাউজান: ফজলে করিমসভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি চেয়ারম্যান সরোয়ার্দি সিকদার।

রাউজান থানার এসআই সাইমুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, অতিরিক্ত পুলিশ সুপার চট্টগ্রাম উত্তর মসিহদৌলাহ রেজা পিপিএম, শিল্পপতি জাহাঙ্গীর আলম খান, উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্যাহ, পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আবদুল জব্বার সোহেল, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, নুরুল আবছার বাশি, সাহাবুউদ্দিন আরিফ, দিদারুল আলম, রোকন উদ্দিন, তসলিম উদ্দিন্ চৌধুরী ও সুকুমার বড়ুয়া।

সভা শেষে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জয়নিউজ/শফিউল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM