কমিউনিটি পুলিশিং ফোরাম গঠনের মাধ্যমে জনগণ এবং পুলিশ সমন্বয় করে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা পালন করে আসছে।
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায় বক্তারা একথা বলেন। শনিবার (২৬ অক্টোবর) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন হয়।
এতে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক।
কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী, কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক ডঃ এমএমএ কাদের, কর্নফুলি সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, রাঙামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রবার্ট রোনাল্ড পিন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা।
বক্তব্য রাখেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, কাপ্তাই নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপ্যাল এম জাহাঙ্গীর আলম, চন্দ্রঘোনা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বড়ইছড়ি কর্নফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি কাপ্তাই ইউনিয়ন শাখার সদস্য সচিব কাজী মাকসুদুর রহমান বাবুল, ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, বড়ইছড়ি বাজার সমিতির সভাপতি দিপ্তীময় তালুকদার ও কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নুর উদ্দিন সুমন।
পরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনার শুরুতে বাউল শিল্পি রফিক আশেকী এবং কাপ্তাই থানা পুলিশের সদস্যরা সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদক নিমূর্ল বিষয়ক থিম সং পরিবেশন করেন।
এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
এদিকে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে কাপ্তাই ব্লাড ব্যংকের সহযোগিতায় কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হয়।