‘প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করছে সরকার’

তথ্যপ্রযুক্তিতে প্রতিবন্ধীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে কাজ করছে সরকার বলে মন্তব্য করেছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

- Advertisement -

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) প্রতিবন্ধীদের ৮ম কম্পিউটার কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিসিসির চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।

- Advertisement -google news follower

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, ভিশন ২০২১ ও টেকসই বাংলাদেশ উন্নয়নে এ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করাই হলো সরকারের কাজ। কারণ প্রতিবন্ধী ব্যক্তিদের এক বন্ধনে আবদ্ধ করতে না পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।

বিসিসি চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মুহাম্মদ মহরম হোসাইন, কম্পিউটার কাউন্সিল চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের আইটি ইন্সট্রাক্টর মো. আশরাফ ও প্রতিবন্ধীদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ৪র্থ বর্ষের ছাত্র আলিফ হোসেন এবং চবি ৪র্থ বর্ষের ছাত্রী হামিদা আক্তার নিশা প্রমুখ।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM