কেন্দ্রীয় ছাত্রলীগের নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের ‘বগিভিত্তিক সংগঠন’ আবার সক্রিয় হয়ে উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে টিশার্ট পরিধান, ব্যানার ও পোস্টার করতে দেখা গেছে কয়েকটি সংগঠনকে। তবে নিজেদের ‘সাংস্কৃতিক সংগঠন’ বলে দাবি করছেন সংগঠনগুলোর নেতাকর্মীরা।
রোববার (২৭ অক্টোবর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স) ও বিজয় নামক দুইটি সংগঠনের টিশার্ট পরিহিত কর্মী দেখা যায়। আর বিশ্ববিদ্যালয় স্টেশনের সামনে ব্যানার টানিয়েছে বাংলার মুখ ও রেড সিগন্যাল নামে দুইটি সংগঠন।
বাংলার মুখ সংগঠনের নেতা ও শাখা ছাত্রলীগের সাবেক শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আমির সোহেল জয়নিউজকে বলেন, ‘বগিভিত্তিক রাজনীতি তো নিষিদ্ধ। তবে বগিগুলো সাংস্কৃতিক সংগঠন হিসেবেও পরিচিত ছিল। সেই সাংস্কৃতিক সংগঠন হিসেবেই আমাদের টিশার্ট ও ব্যানার করা হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের একক ছবি দিয়ে আলাদা ব্যানার দেওয়া হয়েছে। এটাও তো সার্বজনীন হলো না।’
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু জয়নিউজকে বলেন, ‘আমরা শুনেছি কেউ কেউ বগির নামে টিশার্ট বানিয়েছে। এখন ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় আমরা বেশ কয়েকটি কমিটি করেছি। এই কমিটির বাইরে যারা বগির নামে টিশার্ট বানিয়েছে আমরা তাদের দায়ভার নিব না। পরীক্ষা শেষ হলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে আলোচনা করে ব্যবস্থা নিব।’
সভাপতি ও সাধারণ সম্পাদকের আলাদা আলাদা ব্যানারের ব্যাপারে তিনি বলেন, ‘‘কিছু ছেলে যারা আমাকে ভালবাসে, তারা ভালবেসেই ব্যানারে আমার ছবি দেয়। আবার যারা রুবেল (শাখা ছাত্রলীগ সভাপতি) ভাইকে ভালবাসে তারা তার ছবি দেয়। কিন্তু আমরা দুজন একসাথেই কাজ করছি। সামনে থেকে আমরা ব্যানারে দুজনের ছবিই দিতে বলব।’
জয়নিউজ/পিডি