রামুতে ১৬৩ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে তাদের নাম-ঠিকানা ও রক্তের গ্রুপ সংরক্ষণ করেছে কলেজ শিক্ষার্থীদের সংগঠন ‘রামু ব্লাড ডোনার্স এসোসিয়েশন’।
রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্বেচ্ছাসেবী এ সংগঠন বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিচালানা করে।
রামু কেন্দ্রীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ‘কেন রক্তের গ্রুপ নির্ণয় করাটা জরুরি’- এ বিষয়টি গ্রামের মানুষদের সচেতন করতেই ‘রামু ব্লাড ডোনার্স এসোসিয়েশন’ এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে অংশ নেন ‘রামু ব্লাড ডোনার্স এসোসিয়েশন’ কার্যকারী সদস্য মোর্শেদ আলম, সাজ্জাদ হোসেন অভি, সহ-কার্যকারী সদস্য মারুফ, দেলোয়ার, তাসিন, তারেক, কৌশিক, কাউছার, মাসুদ খান, রেজাউল, বাপ্পি ও আসিফ বীন আমান প্রমুখ। কর্মসূচির সমন্বয়কারী ছিলেন সাঈদ, লোহমান ও নুরুল হুদা।