বোয়ালখালীতে ১৪ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী এক স্কুলছাত্রীকে অপহরণ করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছে চার যুবক। তাদের গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন জনতা।
সোমবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার কড়লডেঙ্গা মৌলভী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৯টার সময় জেএসসি পরীক্ষার প্রবেশপত্র আনতে ঘর থেকে বের হয় বুদ্ধি প্রতিবন্ধি ওই স্কুলছাত্রী। প্রবেশপত্র নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলার উত্তরভূর্ষি দক্ষিণপাড়া শহীদ মতিলাল সংঘের পূর্ব পাশে ফাঁকা রাস্তায় দাঁড়ানো একটি অটো রিকশায় তুলে নেয় চারজন যুবক। এরপর ওই স্কুল ছাত্রীর চেঁচামেচিতে কড়লডেঙ্গা মৌলভীবাজার এলাকায় স্থানীয়রা তাদের আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দেন।
আটককৃতরা হলেন উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকার আবুল খায়েরের ছেলে আবুল হাসনাত জনি (২৩), আবুল মুছার ছেলে জয়নাল হাসান (২১), আব্দুল সেলিমের ছেলে মো. শরীফ (২১) ও আব্দুল খালেকের ছেলে বোরহান উদ্দিন (২৬)।
বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী জয়নিউজকে বলেন, ওই প্রতিবন্ধী ছাত্রীর পিতা এ ঘটনায় মামলা দায়েরের পর আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে দেন।