উইম্যানস এসএমই এক্সপো: নারী উদ্যোক্তাদের বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ

১৩তম ইন্টারন্যাশনাল উইম্যানস এসএমই এক্সপো নারী উদ্যোক্তাদের স্বল্পমূল্যে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে। তবে ক্ষেত্রবিশেষে বিনামূল্যেও মেলায় অংশগ্রহণ করতে পারছেন নারী উদ্যোক্তারা।

- Advertisement -

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান মেলা কমিটির আহ্বায়ক ও উইম্যান চেম্বারের সিনিয়র সহসভাপতি ডা. মুনাল মাহবুব।

- Advertisement -google news follower

নগরের পলোগ্রাউন্ড মাঠে শুক্রবার (১ নভেম্বর) শুরু হচ্ছে মাসব্যাপি ১৩তম ইন্টারন্যাশনাল উইম্যানস এসএমই এক্সপো বাংলাদেশ। মেলার সার্বিক অবস্থা সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ডইন্ডাস্ট্রি।

এ মেলাকে দক্ষিণ এশিয়ার নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় বাণিজ্য সম্মিলন আখ্যা দিয়ে তিনি বলেন, এ বছর বাহরাইন, কাতার, মধ্যপ্রাচ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের বিপুলসংখ্যক প্রতিনিধি মেলা পরিদর্শনের নিশ্চয়তা পেয়েছি। মেলার কান্ট্রি পার্টনার হয়েছে ইন্দোনেশিয়া। এছাড়া এবারই প্রথমবারের মতো মেলায় বিষেশভাবে অংশগ্রহণ করছে নারী পুলিশ কল্যাণ সমিতি (পুনাক)।

- Advertisement -islamibank

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সৌভাগ্যের দুয়ার খুলে দিয়েছেন। যার ফলে এদেশের নারীরা নিজেদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে উৎসাহিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। এছাড়া বিশেষ অতিথি থাকবেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কেএম হাবিব উল্লাহ, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি সোমারনো, এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও লায়ন জেলা গভর্নর কামরুন মালেক প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সহসভাপতি আবিদা মোস্তফা, রেখা আলম চৌধুরী, নিশাত ইমরান, সাহেলা আবেদীন, শারমিলা রিমা ও ফেরদৌসী ইয়াসমিন খানম প্রমুখ।

এবারের মেলায় ছোট-েবড় সাড়ে তিনশ’ স্টল ও ১৫টি প্যাভিলিয়ন থাকবে। আগামী ১২-১৬ নভেম্বর ষষ্ঠ এসএমই ব্যাংকিং ম্যাচ মেকিং ফেয়ার-২০১৯। প্রতি সপ্তাহে প্রবেশ টিকিটের ওপর মোটরসাইকেলসহ ৫১টি পুরস্কার থাকবে। এতে স্পন্সর বসুন্ধরা গ্রুপ, ব্র্যাক ব্যাংক, ইউসিবি, সিটি ব্যাংক, ইস্পাহানী গ্রুপ ও টেলিটক।

জয়নিউজ/আরডি/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM