হাটহাজারীতে ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের (৫ম পর্যায়ে) আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম জেলা তথ্য অফিস।
জেলা তথ্য অফিসের উপ-পরিচালক সাইদ হাছানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
জেলা তথ্য অফিসের প্রধান সহকারী মো. গোলাম ফারুকের সঞ্চালনায় এতে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়া।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন হাটহাজারী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ফরিদ আহমদ, ধলই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিছ মিয়া তালুকদার, গড়দুয়ারা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আবদুল মজিদ, ছিপাতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরুল আহসান লাভু, হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, হাটহাজারী বালিকা বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক আলি আহম্মদ, ড. শহীদুল্লাহ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল মহাজন, হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক সাংবাদিক মো. আবু তালেব, সাংবাদিক মো. জাহাঙ্গীর আলম, মনসুর আলী, মোহাম্মদ আলি ও মোহাম্মদ বোরহান উদ্দিন।