শিশুদের জন্য নরকে পরিণত হয়েছে ইয়েমেন। সৌদি জোটের হামলায় ভয়াবহ পরিবেশের সৃষ্টি হয়েছে দেশটিতে। ২০১৫ সাল থেকে সৌদি জোটের হামলায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১৪ হাজারেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে। দেশটির এক কোটি দশ লাখ শিশু চরম খাদ্য সংকট ও নানা ব্যাধিতে ভুগছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ইয়েমেনের পরিস্থিতি পর্যালোচনা করে জানিয়েছে, ইয়েমেন এখন শিশুদের জন্য অনিরাপদ।
শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন এর তথ্যমতে, ইয়েমেনে ৪০ লাখেরও বেশি শিশু ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে। খাদ্য না পেলে তারা মারা যেতে পারে। দেশটিতে খাদ্য সরবরাহের অন্যতম ক্ষেত্র হুদায়দা বন্দরে হামলা হওয়ায় এ সংকট আরো মারাত্মক আকার ধারণ করেছে।
গত ১৩ জুন থেকে হুদায়দা বন্দরে হামলার কারণে ত্রাণ পাঠানোর গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায়।
সৌদি জোটের লাগাতার হামলায় চরম সংকটে পড়েছে মধ্যপ্রাচ্যের দরিদ্র দেশ ইয়েমেন। দেশ ছেড়ে শরণার্থীতে পরিণত হয়েছে লাখ লাখ মানুষ।
জয়নিউজ/এডি