পাহাড়তলী রেলওয়ে স্টেশনে খুঁজে পাওয়া সেই সাকিবকে তুলে দেওয়া হলো মা ও নানীর কাছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রেলওয়ে নিরাপত্তা বাহিনী চট্টগ্রাম জেনারেল শাখার সদস্যরা তাদের হাতে সাকিবকে তুলে দেন।
জানা যায়, ২১ অক্টোবর খেলতে গিয়ে হারিয়ে যায় প্রথম শ্রেণিতে পড়ুয়া সাকিব। পরে ২৩ অক্টোবর হকাররা তাকে পাহাড়তলী রেলওয়ে স্টেশনে খুঁজে পায়। সাকিব তার বাড়ি ফেনীতে বললে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে সেখানে নিয়ে যান।
পরবর্তীতে বেসরকারি একটি টিভি চ্যানেলের সাংবাদিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি হারানো বিজ্ঞপ্তি পোস্ট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এর মাধ্যমে মা ও নানীর হাতে সাকিবকে তুলে দেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।