ইলিশের প্রভাবে মাছের বাজারে দরপতন

বাজারে ইলিশের আসায় কমেছে অন্য সব মাছের দাম। বেশিরভাগ মাছের দাম কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে।

- Advertisement -

শুক্রবার (১ নভেম্বর) চকবাজার, রেয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

- Advertisement -google news follower

প্রতিকেজি ইলিশ ১১শ থেকে ১২শ টাকায়, রূপচাঁদা ৯শ টাকা, রুই ২৪০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, কাতলা ২০০ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে প্রতিকেজি শসা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, লাউ ৬০ টাকায়, ঢ্যাঁড়স ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, ঝিঙ্গা ৫৫ টাকা, পটল ৫০ টাকা, করলা ৪৫ টাকা,  শীতকালীন সবজি বাঁধাকপি ৫০ টাকায়, ফুলকপি ৬০ টাকা, মূলা ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

- Advertisement -islamibank

এদিকে প্রতি আটি  পুঁইশাক ২০ টাকা, মুলাশাক ১৫ টাকা, পালং শাক ২০ টাকা, লালশাক ১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মাংসের মধ্যে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৫০ টাকা, লেয়ার ২৫০ টাকা, দেশি মুরগি  ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৫২০ টাকায়, খাসির মাংস সাড়ে ৭৫০ থেকে ৭৮০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM