পশ্চিম আফ্রিকার মালির মেনাকা রাজ্যে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ৫৩ সেনা। এসময় আহত হয়েছেন আরও অনেকে।
শুক্রবার (১ নভেম্বর) একটি সেনা ঘাঁটিতে এজঙ্গি হামলার ঘটনা ঘটে।
শনিবার (২ নভেম্বর) সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের মেনাকা রাজ্যে সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
দেশটির যোগাযোগমন্ত্রী ইয়াগা সানগারি এক টুইট বার্তায় বলেন, জঙ্গিদের এহামলায় এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে।
এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে মালি সরকার। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।