বাংলাদেশে জঙ্গিবাদ কমেছে, বলছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশে জঙ্গিবাদ কমেছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র

- Advertisement -

‘কান্ট্রি রিপোর্টস অন টেরোজিম-২০১৮’ শীর্ষক জঙ্গিবাদবিষয়ক মার্কিন পররাষ্ট্র দফতরের এক প্রতিবেদনে এমনটি উল্লেখ করা হয়।

- Advertisement -google news follower

মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে শুক্রবার (১ নভেম্বর) এই প্রতিবেদন প্রকাশ হয়। এতে ২০১৮ সালে বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গিবাদ পরিস্থিতি সম্পর্কে পর্যবেক্ষণ তুলে ধরা হয়।

প্রতিবেদনে বাংলাদেশ অংশে উল্লেখ করা হয়, ২০১৮ সালে বাংলাদেশে জঙ্গি হামলার গতি ও মাত্রা ধারাবাহিকভাবে কমেছে। যদিও পৃথক ঘটনায় একজন সেক্যুলার লেখক খুন ও একজন বিশ্ববিদ্যালয় অধ্যাপক গুরুতর আহত হয়েছেন। বাংলাদেশের নিরাপত্তাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে হামলা পরিকল্পনা নস্যাৎ, সন্দেহভাজন জঙ্গি নেতাদের গ্রেপ্তার এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে।

- Advertisement -islamibank

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ থেকে অনুসারী দলে টানতে ও নিজেদের মতাদর্শ ছড়িয়ে দিতে জঙ্গিগোষ্ঠীগুলো ব্যবহার করছে সামাজিক যোগাযোগমাধ্যম। আইএস এবং একিউআইএস তাদের বিভিন্ন প্রকাশনা, ভিডিও এবং ওয়েবসাইটে বাংলাদেশি জঙ্গিদের উপস্থাপন করেছে।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM