নগরের কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন এলাকা থেকে ১৯ হাজার ১২৫ পিস ইয়াবাসহ সৌদিয়া পরিবহনের চালক মো. ইউনুসকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটি।
শনিবার (০২ নভেম্বর) দুপুরে নগরের কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান চালায় র্যাব।
র্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান জয়নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্ততে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় সৌদিয়া পরিবহনের বাসের ভেতর লুকিয়ে রাখা ১৯ হাজার ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় বাস চালক মো. ইউনুসকে।
তিনি বলেন, ইউনুস মূলত মাদক ব্যবসায়ী। বাস চালক সেজে দীর্ঘদিন ধরে সে ইয়াবা ব্যবসা করে আসছিল। উদ্ধার হওয়া ইয়াবাগুলো দামপাড়ার সৌদিয়া কাউন্টারে আরেকজনের কাছে বিক্রি করার জন্য আনা হচ্ছিল।
এদিকে ইউনুসকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সে কক্সবাজারের চকরিয়ার হারবাং কালা সিকদারপাড়া এলাকার আবদুল হাকিমের ছেলে।
জয়নিউজ/রিফাত