৭ নভেম্বরের চেতনায় গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে: শামীম

বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ’৭৫ সালের ৭ নভেম্বরের মতো শেখ হাসিনার কারাগার থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

- Advertisement -

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

- Advertisement -google news follower

বুধবার (৬ নভেম্বর) বিকালে নগরের দোস্ত বিল্ডিংয়ে দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সিপাহী জনতা ঐতিহাসিক গণবিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মুক্ত করে এনেছিল। তেমনি জাতির প্রয়োজনে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করে করে আনতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী।

- Advertisement -islamibank

দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য সচিব মোস্তাক আহমেদ খানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাছ, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, এনামুল হক এনাম, অধ্যাপক শহিদুল আলম বুলবুল, মোশারফ হোসেন, বদরুল খায়ের চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, নূরুল আনোয়ার, আব্দুল গাফফার চৌধুরী, এম মঞ্জুর উদ্দিন চৌধুরী, অধ্যাপক মোজাফফর আহাম্মেদ চৌধুরী টিপু, চেয়ারম্যান লিয়াকত আলী, অ্যাডভোকেট নূরুল ইসলাম, সিরাজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট ফৌজুল আমিন, মফজল আহমদ চৌধুরী, নূরুল ইসলাম সওদাগর, মেজবা উদ্দিন চৌধুরী জাহেদ, হুমায়ন কবির আনসার, আবু মো. নিপার, লায়ন হেলাল উদ্দীন, হাজী রফিক, নবাব মিয়া, মো. ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান, অধ্যাপক এহসানুল মাওলা, নূরুল কবির, মইনুল আলম ছোটন, শফিকুল ইসলাম চেয়ারম্যান, জিয়া উদ্দিন আশফাক, জামাল হোসেন, সাজ্জাদুর রহমান, লোকমান হোসেন মানিক, এসএম সলিম উদ্দিন খোকন চৌধুরী, নিলুফার ইয়াসমিন, চেয়ারম্যান আবুল কালাম আবু, ইব্রাহিম চেয়ারম্যান, নেছার উদ্দিন চেয়ারম্যান, লোকমান মাস্টার, নুর নবী চৌধুরী, হাসান চেয়ারম্যান, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি এসএম শাহজাহান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু, ছাত্রদল সভাপতি শহিদুল আলম, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মঞ্জুর উদ্দিন তালুকদার, ছাত্রদল সাধারণ সম্পাদক মো. মহসিন, ফজলুল কবির, আইয়ুব রানা, আব্বাস উদ্দিন ও শাহেদা আকতার শেপু।

জয়নিউজ/কাউছার/বিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM