রাউজানের পূর্ব গহিরার কুণ্ডেশ্বরীতে মেলায় মানুষের ঢল নেমেছে। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে এ আয়োজন করে কুণ্ডেশ্বরী ঔষধালয়। মেলার পাশাপাশি চলে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ মেলা শেষ হয় ৬ নভেম্বর। এ দু’দিন আগতদের খাবারের ব্যবস্থাও করেন আয়োজকরা।
কুণ্ডেশ্বরী মায়ের মন্দিরে পূজা করে মেলায় ঘুরতে বেরিয়ে পড়েন আগত সনাতন নর-নারীরা। তাদের জন্য কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির মাঠে বাহারি পসরা সাজিয়ে বসেছিল ক্রেতারা।
বাঁশের তৈরি বিভিন্ন আসবাবপত্রের পাশাপাশি ছিল প্রসাধন সামগ্রী, শিশুদের খেলানা, কাপড় ও জুতার দোকান। ছিল বেশ কয়েকটি খাবারের দোকানও। মেলায় আগতরা পণ্য কেনার পাশাপাশি স্বাদ নেয় বিভিন্ন খাবারের।
এদিকে মেলার আয়োজক কুণ্ডেশ্বরী ঔষধালয়ের পরিচালক মুক্তিযোদ্ধা প্রফুল রঞ্জন সিংহ ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সংহতি প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্টজনরা। যাঁদের মধ্যে ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, টেকনো সিডার ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ জি. সি. ত্রিপার্টি, রাউজান পৌরসভার মেয়র দেবাশীষ পালিত, মুক্তিযোদ্ধা ইউছুপ খান এবং সাধন পালিত।
জয়নিউজ