জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুর একটার দিকে নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে থেকে মিছিল বের আন্দোকারীরা। মিছিলটি উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় উপাচার্যের বাসভবনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে সেখানে মুখোমুখি অবস্থানে রয়েছেন পুলিশ ও আন্দোলনকারীরা।
এর আগে বুধবার (৬ নভেম্বর) রাতে ক্যাম্পাসে সব ধরনের মিছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জয়নিউজ/পিডি