সীতাকুণ্ডে লোহার প্লেট চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের লোহার প্লেটের নিচে চাপা পড়ে জাহাজভাঙা এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

- Advertisement -

নিহত শ্রমিকের নাম মো. মুসলিম (৫১)। সে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে।

- Advertisement -google news follower

জানা যায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে উপজেলার কুমিরা সাগর উপকূলে অবস্থিত প্যাসিফিক শিপইয়ার্ডে কাটার জন্য রাখা স্ক্র্যাপ জাহাজের বড় একটি লোহার প্লেট পার্শ্ববর্তী এইচএম এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে গিয়ে কর্তব্যরত জাহাজ কাটার ফোরম্যান মুসলিমের উপর পড়ে। এসময় ইয়ার্ডের অন্যান্য শ্রমিকরা প্লেটটি সরিয়ে মুসলিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুসলিমের ছেলে সুমন জয়নিউজকে বলেন, ইয়ার্ড মালিকের গাফিলতির কারণে আমার বাবার মৃত্যু হয়েছে। তারা বাবার মৃত্যুর খবর পর্যন্ত আমাদের জানায়নি।

- Advertisement -islamibank

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, এক ইয়ার্ডের লোহার প্লেট অন্য ইয়ার্ডে গিয়ে পড়ে। এতে এইচএম শিপইয়ার্ডের এক ফোরম্যান মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে আছে।

এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জয়নিউজ/সোকন্দার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM