চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেছেন, ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে ষোলশহর বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পণকালে এসব কথা বলেন তিনি।
আবু সুফিয়ান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশপ্রেমিক সিপাহী জনতার মিলিত বিপ্লবে জিয়াউর রহমান মুক্ত হন। সেদিন সিপাহী জনতা যেভাবে শহীদ জিয়াকে মুক্ত করেছিল, ৭ নভেম্বরের চেতনায় স্বৈরচারের বন্দিদশা থেকে বেগম খালেদা জিয়াকেও সেভাবে মুক্ত করতে হবে।
পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক শেখ মহিউদ্দিন, এনামুল হক এনাম, অ্যাড. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, মনজুর উদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, নাজমুল মোস্তফা আমিন, চেয়ারম্যান মুজিবুর রহমান, জামাল হোসেন, বদরুল খায়ের চৌধুরী, মোস্তাফিজুর রহমান, মেজবাহ উদ্দিন চৌধুরী, মফজল আহমেদ চৌধুরী, লায়ন হেলাল উদ্দিন, নুরুল কবির, সিরাজুল ইসলাম সওদাগর, মোস্তাফিজুর রহমান চৌধুরী, মঈনুল আলম ছোটন জিয়াউদ্দিন আশফাক, জসিম উদ্দিন, জেলা কৃষকদলের আহ্বায়ক সৈয়দ সাইফু উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিটু, জেলা ছাত্রদলের সভাপতি মো. শহীদুল আলম শহীদ, সাধারণ সম্পাদক মো. মহসিন, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক মো. মোজ্জামেল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ফজলুর কবির প্রমুখ।