চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীণ আখতার।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপাচার্যের কক্ষে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা। এদিন দুপুর ২টা ২০ মিনিটের দিকে উপাচার্যের কক্ষে বিভাগের শিক্ষার্থীরা প্রবেশ করলে আনন্দের সঙ্গে তাদের আহ্বান জানান তিনি। এসময় তিনি সাদরে গ্রহণ করেন তাদের শুভেচ্ছা।
উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার নিজ বিভাগের শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, বাংলা সাহিত্য ভালোভাবে পড়বে। ঐতিহ্যবাহী বিভাগ হিসেবে এর গ্রহণযোগ্যতা অনেক। এর ক্ষেত্রও কোনো অংশে কম নয়। আমি তো বাংলা পড়েই ভিসি হয়েছি।
সাক্ষাতকালে বাংলা বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।