আপাতত পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (৮ নভেম্বর) সকালে রংপুরে এক সভায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তবে এমাসের শেষের দিকে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসলে পেঁয়াজের দাম কমে যেতে পারে।
তিনি আরও বলেন, ভারতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। সেখানেই পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে কিনতে হবে। আমাদের দেশে আসার পর তা ১০০ টাকা দর পড়ে যাবে। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আপাতত লাভ নেই।
বাণিজ্য মন্ত্রী বলেন, মিসর থেকে পেঁয়াজ আনলে দাম একটু কমতে পারে। এছাড়া পেঁয়াজের বাজার মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।