আর কিছুক্ষণ পরেই দেওয়া হবে অযোধ্যা মামলার রায়। ইতোমধ্যে রায় পড়তে শুরু করে দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে প্রধান বিচারপতির সঙ্গে রয়েছেন বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস আব্দুল নাজির।
শীর্ষ আদালতের এক নম্বর ঘরে রায় প্রদান করা হচ্ছে। এর আগে সকাল পৌনে ১১টার দিকে ওই কক্ষটি খুলে দেওয়া হয়। তারপর বিচারপতিরা সেই ঘরে প্রবেশ করেন। ১১টার দিকে রায়ের কপিতে স্বাক্ষর করেন বিচারপতিরা। সঙ্গে সঙ্গেই রায় পড়া শুরু করেন প্রধান বিচারপতি।
এদিকে রায় ঘিরে অশান্তি এড়াতে ১৪৪ ধারা জারি হয়েছে গোটা উত্তরপ্রদেশে। সোমবার পর্যন্ত বন্ধ রাখার হয়েছে রাজ্যের সব স্কুল-কলেজ । একই নির্দেশ জারি হয়েছে কর্নাটক ও মধ্যপ্রদেশেও।
জয়নিউজ