দুপুর ২টার মধ্যে যাওয়ার নির্দেশ, আশ্রয়কেন্দ্রে ছুটছে অসহায়রা

প্রচণ্ড শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এ অবস্থায় শনিবার (৯ নভেম্বর) দুপুর ২টার মধ্যে উপকূলীয় এলাকার মানুষদের আশপাশের আশ্রয়কেন্দ্রে নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার।

- Advertisement -

শনিবার আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনার সমন্বয় কমিটির সভায় এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল।

- Advertisement -google news follower

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

এদিকে চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় এলাকায় চলছে মাইকিং। ঝুঁকির মধ্যে থাকা উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্যই এ মাইকিং করা হচ্ছে।

- Advertisement -islamibank
দুপুর ২টার মধ্যে যাওয়ার নির্দেশ, আশ্রয়কেন্দ্রে ছুটছে অসহায়রা
কন্যাসন্তানকে কোলে নিয়ে আশ্রয়কেন্দ্রে ছুটছে এক বাবা

সরেজমিন ঘুরে দেখা যায়, নগরের হালিশহরের রাণী রাসমণি ঘাটের চলছে মাইকিং। ঘূর্ণিঝড় বুলবুলের শঙ্কায় অসহায় উপকূলীয় এলাকার লোকজন পরিবার নিয়ে ছুটছেন আশ্রয়কেন্দ্রে।

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM