ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুত বাঁশখালী। খুলে দেওয়া হয়েছে এখানকার ১০২টি আশ্রয়কেন্দ্র। উপজেলার ১০ উপকূলীয় ইউনিয়নে সমানে মাইকিং করেছেন ১ হাজার ৬৫ জনের স্বেচ্ছাসেবক বাহিনী।
এদিকে উপকূলের দরিদ্র মানুষরা আশ্রয়কেন্দ্রের পাশাপাশি উপজেলা সদরে বিভিন্ন স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। শনিবার দুপুর ৩টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোমেনা আক্তার।
বৈঠকে ইউএনও সবাইকে মাঠে থাকার পরামর্শ দিয়ে বলেন, কোনো কর্মকর্তার দায়িত্ব অবহেলা সহ্য করা হবে না।
দুর্যোগ মোকাবেলায় প্রতিটি ইউনিয়নে জনপ্রতিনিধিরা মাঠে রয়েছেন বলে জয়নিউজকে জানান ইউএনও মোমেনা আক্তার।
জয়নিউজ/উজ্জ্বল