অবশেষে লোহাগাড়া চুনতির নারিশ্চার চাকমার জুম এলাকায় কাদায় আটকে পড়া হাতিটি অবশেষে মারা গেল।
রোববার (১০ নভেম্বর) সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।
চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মন্জু আলম জানান, হাতিটিকে কাদা থেকে উদ্ধার করে পাশের শুকনো জায়গায় তুলে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। চকরিয়া সাফারী পার্কের প্রাণী চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে চুনতি এনে এ হাতির চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে হাতিটিকে আর বাঁচানো গেল না। হাতিটিকে ময়নাতদন্ত করার পর মাটিতে পুঁতে ফেলা হবে।
এ ব্যাপারে চিকিৎসক মোস্তফিজুর রহমান বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি হাতিটিকে বাঁচাতে। কিছুটা খাবারও খেয়েছিল। কিন্তু সকালে হাতিটি মারা যায়। হাতাটির বাম পায়ে পচন ধরেছে।
উল্লেখ্য, গত ৮ নভেম্বর চুনতি অভয়ারণ্যের এ হাতি খাদ্যের খোঁজে এসে নারিশ্চা চাকমার জুম এলাকায় কাদা মাটিতেিআটকে গিযেছিল।
জয়নিউজ/পুষ্পেন/পিডি