ঘূর্ণিঝড় বুলবুলে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১১ জন ঝড়ে গাছচাপা পড়ে এবং ১ জন আশ্রয়কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
সোমবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে ঘূর্ণিঝড় বুলবুলে ৪৮ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা সবাই ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বাসিন্দা। শেষ খবর পাওয়া পর্যন্ত এসব এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে ফিরে গেছেন ৬ জন।
এছাড়া ঝড়ের সময় আশ্রয় কেন্দ্রে জন্ম নিয়েছে দুইজন শিশু। এরমধ্যে একটি শিশু পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ আশ্রয় কেন্দ্রে এবং অপর শিশু বাগেরহাটের মোংলা উপজেলার মিঠেখালি আশ্রয় কেন্দ্রে জন্ম নেয়। ঝড়ের দিনে জন্ম নেওয়ায় একটি শিশুর নাম রাখা হয়েছে ‘বুলবুলি’।