এসেই বাংলাদেশের দ্বিতীয় সেরা নাঈম

টাইগারদের ব্যাটিং ব্যর্থতার কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা শেষ পর্যন্ত বাংলাদেশের জেতা হয়নি। তবে এই সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি ওপেনার মো. নাঈম শেখ।

- Advertisement -

তিন ম্যাচ সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম। বাঁহাতি ওপেনার নিজের অভিষেক সিরিজে তিন ম্যাচে ৪৭.৬৬ গড়ে করেছেন ১৪৩ রান। প্রথম ম্যাচে ২৬, এরপর ৩৬, আর শেষ ম্যাচে ৪৮ বলে খেলেন ৮১ রানের দুর্দান্ত ইনিংস।

- Advertisement -google news follower

এই সিরিজ দিয়েই আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আত্মপ্রকাশ ঘটেছে নাঈমের। সোমবার (১১ নভেম্বর) আইসিসির প্রকাশিত সবশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে আছেন নাঈম।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নাঈম দ্বিতীয় সেরা অবস্থানে আছেন। তার ওপরে আছেন শুধু মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে সিরিজে অধিনায়কত্ব করা মাহমুদউল্লাহ আছেন ২৯তম স্থানে।

- Advertisement -islamibank

সেরা পঞ্চাশের মধ্যে আছেন আর শুধু লিটন দাস, ৪১তম। সৌম্য সরকার ও মুশফিকুর রহিম আছেন যথাক্রমে ৫১ ও ৫২তম স্থানে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM