ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুর্ঘটনার শিকার উদয়ন এক্সপ্রেস অক্ষত ৬ বগি নিয়ে চট্টগ্রামে পৌঁছেছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশনে এসে পৌঁছে। ‘উদয়ন এক্সপ্রেস’এর সহকারী চালক আব্দুল কাইয়ুম ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ট্রেনটি চালিয়ে চট্টগ্রামে নিয়ে আসেন ।
তিনি সাংবাদিকদের জানান, সোমবার (১১ নভেম্বর) রাতে ১৬টি বগি নিয়ে সিলেট থেকে ‘উদয়ন এক্সপ্রেস’চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী ‘তূর্ণা নিশীথা’র ধাক্কায় ‘উদয়ন এক্সপ্রেস’ ক্ষতিগ্রস্ত হয়। প্রাণহানি ঘটে ১৬ জন যাত্রীর।
আব্দুল কাইয়ুম জানান, ‘তূর্ণা নিশীথা’র চালক ঘুমিয়ে থাকার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি সিগন্যাল না মেনে একই ট্র্যাকে চলে আসায় দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষ হয়।
জয়নিউজ/আরডি/পিডি