অবুঝ এক শিশুর প্রাণ বাঁচিয়েছে একটি বিড়াল! সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আসতেই ভাইরাল।
আরটি ডট কম নামে একটি আন্তর্জাতিক ওয়েবসাইট ভিডিওটি প্রকাশ করেছে । মঙ্গলবার (১২ নভেম্বর) ওই ওয়েবসাইটের টুইটার হ্যান্ডলে ভিডিওটি পোস্ট হয় । সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ভিডিওটি এডিট করে পোস্ট করা হয়।
ভিডিওতে দেখা যায়, অবুঝ শিশুটি ঘরের মধ্যে হামাগুড়়ি দিচ্ছিল। সেই ঘরেই চেয়ারের উপর বসেছিল বিড়ালটি।
হামাগুড়ি দিতে দিতে শিশুটি এগিয়ে যাচ্ছিল সিঁড়ির দিকে। আরেকটু এগোলেই ভয়াবহ আঘাত পেতে পারত শিশুটি।
তবে শিশুটি বিপদে পড়ার আগেই ঝাঁপ দেয় বিড়ালটি। শিশুটির পিঠে পা দিয়ে তাকে টানতে থাকে। কিন্তু এতে কাজ হচ্ছে না দেখে, দ্রুত সামনে গিয়ে দু’পায়ের সাহায্যে শিশুটিকে ঠেলতে থাকে। এতে কাজ হয়। গতিমুখ পাল্টায় শিশুটি। সরে আসে সিঁড়ি থেকে দূরে।
ভিডিওটির সিসিটিভি ফুটেজে সিঁড়িটিকে দেখা যাচ্ছিল না। তাই ৩৭ সেকেন্ডের ভিডিওটির ইনসেটে জুড়ে দেওয়া হয় সামনের সিঁড়ির ছবিও।
https://twitter.com/i/status/1194117617474293761
ওই সিঁড়ি দেখেই বোঝা যায় কত ভয়াবহ বিপদে পড়তে যাচ্ছিল শিশুটি।
এদিকে ভিডিওটি ভাইরাল হতেই সবার কাছে ‘হিরো’ হয়ে গেছে বিড়ালটি। পাচ্ছে সবার প্রশংসাও।
জয়নিউজ