সমুদ্রসৈকতে ভেসে আসছে কোটি কোটি টাকার কোকেন! এভাবে প্রতিদিন শত কোটি টাকার কোকেন ভেসে আসায় কর্তৃপক্ষ বাধ্য হয়েছে বেশ কয়েকটি সমুদ্রসৈকত বন্ধ করে দিতে।
অক্টোবর শেষের দিক থেকে ফ্রান্সে আটলান্টিকে সাগরের তটে প্রতিদিন গড়ে প্রায় একশ’ কেজি করে কোকেন ভেসে আসে। ভেসে আসা কোকেনগুলো অত্যন্ত উচ্চমানের। প্লাস্টিকের প্যাকেটে বন্দি থাকায় সমুদ্রের জলেও এগুলোর কোনো ক্ষতি হয়নি।
কয়েকশ’ কোটি টাকার কোকেন কীভাবে আসছে তা নিয়ে চলছে তদন্ত। মঙ্গলবার (১২ নভেম্বর) পর্যন্ত মোট ১ হাজার ১০ কিলোগ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে।
ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে কোকেনের প্যাকেটসহ গ্রেপ্তার করা হয়েছে। ১৭ বছরে এক কিশোর তিন ঘণ্টা গাড়ি চালিয়ে ফ্রান্সের এক সৈকতে পৌঁছায়। যাকে পরে পাঁচ কিলোগ্রাম কোকেনের একটি প্যাকেটসহ গ্রেপ্তার করা হয়।
অবৈধ কোকেন ব্যবসায়ী কোকেনগুলি হাতানোর চেষ্টা করবে- এ শঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি সমুদ্রসৈকত।
জয়নিউজ