কুকুরছানাটির বয়স মাত্র আড়াই মাস। এটিকে উদ্ধার করা হয়েছে সম্প্রতি আমেরিকার মিসৌরির রাস্তা থেকে।
আর দশটা কুকুরছানার চেয়ে এটি আলাদা। কারণ এর মাথায়ও রয়েছে লেজ। কুকুরছানার ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল।
নারহোয়েল নামে এক প্রজাতির তিমি মাছ আছে, যাদের মাথার কাছে লম্বা দাঁত থাকে। সেই তিমির নাম থেকেই ওই কুকুরছানার নাম দেওয়া হয়েছে নারহোয়েল।
https://www.facebook.com/macthepitbull/videos/781236665649058/
উদ্ধারের পর একটি পশু ক্লিনিকে নারহোয়েলের পরীক্ষাও করা হয়েছে। সেখানকার চিকিৎসক জানিয়েছেন, মাথার লেজ নারহোয়েলের জন্মগত ত্রুটি। এটিকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই।
তবে ১৬ বছরের অভিজ্ঞতায় এই ঘটনা প্রথম বলে গণমাধ্যমের কাছে স্বীকার করেন ওই চিকিৎসক।
জয়নিউজ