রাতের অন্ধকারে ফেলে গেলেন পচা পেঁয়াজ

রাতের অন্ধকারে কর্ণফুলী নদীতে ফেলে গেলেন পচে যাওয়া মিয়ানমারের পেঁয়াজ। শনিবার (১৬ নভেম্বর) খাতুনগঞ্জে কয়েকটি আড়তে গিয়ে দেখা যায়, বস্তাভর্তি পেঁয়াজ পঁচে মাটিতে পড়ে আছে।

- Advertisement -

সরেজমিনে দেখা যায়, বেশি লাভের আশায় গুদামজাত করা বিপুল পরিমাণ পেঁয়াজ পচে যাওয়ার কারণে কর্ণফুলী নদীতে ফেলে দিচ্ছে খাতুনগঞ্জের আড়তদাররা। তবে কে বা কারা এ পেঁয়াজগুলো ফেলে গেছে তা জানা যায় নি। পেঁয়াজগুলো আকারে ছোট। অনেকে বেচে নিচ্ছেন খাওয়ার উপযোগী পেঁয়াজগুলো।

- Advertisement -google news follower

এদিকে শনিবার নগরের বিভিন্ন খুচরা বাজারে ২৪০ থেকে ২৫০ টাকায় কেজিতে পেঁয়াজ বিক্রি করতে দেখা গেছে।

চাকতাই এলাকার বাসিন্দা আমিত সাহা জয়নিউজকে বলেন, দাম আরও বৃদ্ধির আশায় আড়তদারদের গুদামে মজুদ করে রাখা পেঁয়াজে পচন ধরেছে। সে পঁচা পেঁয়াজ এখন আড়ত থেকে বের হচ্ছে প্রতিদিন। প্রশাসনের উচিৎ এসব আড়তদারকে খুঁজে বের করা। মানুষ পেঁয়াজ কিনতে পারছে না আর অসৎ ব্যবসায়ীরা এ সুযোগ নিচ্ছে।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM