ইন্দোরে ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে ইনিংস ও ১৩০ রানের ব্যবধানে হার মেনেছে বাংলাদেশ। তবে এমার্জিং এশিয়া কাপে ঘরের মাঠে ভারতকে ধরাশায়ী করেছে শান্ত-সৌম্যরা।
শনিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩নং মাঠে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে এমার্জিং বাংলাদেশ দল।
সকালে ভারত প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের সুমন খানের বোলিং তোপে ২৪৬ রানে অলআউট হয়। প্রথম ম্যাচের পর এই ম্যাচেও ৪ উইকেট নেন সুমন। জবাবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র ৯৪ ও সৌম্য সরকারের ৭৩ রানের ইনিংসে ভর করে ৪৭ বল ও ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।
২ ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ। ২ ম্যাচের একটিতে জিতে ২ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে।