এক প্রকার বাধ্য হয়ে জাতীয় দলে অন্যায়ের সঙ্গে যুক্ত ক্রিকেটারদের সঙ্গে খেলতে হয়েছে। এবার এমনই এক বিস্ফোরক অভিযোগ করলেন পাকিস্তানের অলরাউন্ডার মুহাম্মদ হাফিজ।
সম্প্রতি শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে হাফিজ জানিয়েছেন, এই বিষয়ে তিনি আওয়াজ তোলার চেষ্টা করলেও দেশের প্রতিনিধিত্ব করায় বাধ্য হয়ে চুপ করতে হয়েছে।
হাফিজ বলেন, ক্রিকেটাররা আমার ভাইয়ের মতো। ওদের জন্য আমার প্রার্থনা থাকল। কিন্তু ওরা যা করেছে, আমি তার বিরুদ্ধে ছিলাম।
হাফিজের ভাষ্য, এসব বিষয়ে আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে বলা হয়েছিল ওরা পাকিস্তানের হয়ে খেলবে। আর আমিও যদি পাকিস্তানের হয়ে খেলতে চাই, তা হলে কী করব তা আমাকেই সিদ্ধান্তই নিতে হবে। তাই আমাকে সেই সমস্ত ক্রিকেটারদের সঙ্গেই খেলতে হয়েছিল।
‘যদিও আমি জানতাম এটা ঠিক হচ্ছে না। তবে এখনও বলছি, এমন হলে পাকিস্তানের পক্ষে তা কখনও ফলপ্রসূ হবে না। এমন কোনো ক্রিকেটারকে ফিরিয়ে আনা কখনই ঠিক হবে না।
এর আগে শোয়েব আখতারও বলেছিলেন, জাতীয় দলে তাঁর চারপাশে ছিল ম্যাচ-ফিক্সারদের ভিড়।