প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়েছিলেন রঙমিস্ত্রি নুরুল ইসলাম (৩০)। বাসা নতুন ব্রিজ হলেও কাজ করতে পাথরঘাটায় এসেছিলেন তিনি। রাতে কাজ শেষে ঘুমঘুম চোখে ফিরছিলেন বাসায়। কে জানত, এটিই তার শেষ যাত্রা।
রোববার (১৭ নভেম্বর) নগরের ব্রিকফিল্ড রোডে বড়ুয়া বিল্ডিংয়ে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় যে ৭ জন নিহত হন তাদেরই একজন নুরুল।
নিহতের ভাগ্নে মেহেদি হাসান জয়নিউজকে বলেন, কাজ শেষ করে করে বাসায় ফেরার পথে ওই ভবনের দেওয়াল তার গায়ের ওপর এসে পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
মেহেদি আরও জানান, বছর দুয়েক আগে বিয়ে করেছিলেন নুরুল। তাঁর সংসারে এক বছরের একটি কন্যাসন্তান রয়েছে।
সেই যে ঘর থেকে বের হলেন আর তার বাবাকে দেখল না অবুঝ শিশু- বলতেই চোখের পানি গড়িয়ে পড়ে মেহেদির।
জয়নিউজ/হিমেল/পিডি